প্রমিত বাংলা
একটু  আগে জাতীয়  পতাকা  বের করলাম স্যুটকেসের   মধ্যে থেকে।  মাঝারি  সাইজের  পতাকা। আসার সময়  আম্মা  ব্যাগে গুঁজে  দিয়েছিল। কিউবিকলের  দেয়ালে  লাগাবো , হার্ড  ড্রাইভ  ম্যাগনেট দিয়ে।  মেরুন কালারের দরজায়  লাল সবুজের  পতাকা  আশা করা যায়  ভালই লাগবে।  আমি যখন এখানে প্রথম  আসি , আমার প্রফেসর  অন্য  এক  প্রফেসরের  সাথে আমার পরিচয়  করিয়ে দিতে  গিয়ে বলেছিল,
ও  বাংলাদেশ  থেকে  এসেছে।  সেই  প্রফেসর  জিজ্ঞাসা  
করেছিলেন, '' তোমার   ভাষা কি ?''
'' বেঙ্গলি ''
সাথে  আমার প্রফেসর যোগ করে দিলেন ,
''They value their language more than their religion, isn't it iftekhar ''
আমার  কানে কথাটা বাজে , বারবার ।
ভাষার সঠিক  মর্যাদা  রাখতে  পারছিতো,  প্রমিত উচচারণ , সঠিক  বানান,  এবং  অপ্রচলিত  শব্দকে  হারিয়ে যাওয়ার হাত  থেকে  রক্ষা  করা।   সঠিক  ভাবে  করছিতো  আমার  প্রার্থনা ।
No comments:
Post a Comment