Jan 31, 2007

এ্যাম্বার ভয়েস, হার্ট রেন্ডিং


একটা ম্যাগাজিনের সাবসক্রিপশন ক্যান্সেল করার দরকার ছিল। ফোন করলাম। এইখানে কাস্টমার সার্ভিসের লোকজনের বদনাম আছে, যে ওরা একটা সার্ভিস একবার যদি ধরায়া দেয়, তাইলেই হইলো। পরে ফোন কইরা যতবারই বলো যে এই সার্ভিস চাই না, ভাঙ্গা রেকর্ডে বলেই যাবে ... এইটা খুব ভাল, কেন ক্যান্সেল করবা, আর কয়দিন সার্ভিস নিয়া দেখ , ভাল লাগতেও পারে। যাই হোক আমিও রাতের খাওয়া খেয়ে, জুত করে কাউচে বসে ফোন করলাম যাতে কল টাইম লম্বা হলেও খারাপ না লাগে। কিন্তু বিধিবাম, আজ ফোনে সাক্ষাৎ রাধা আইসা পড়ছিলো। নামঃ এ্যাম্বার, মানে ব্রাউনিশ ইয়েলো। লাস্ট নেইম, এ্যাড্রেস সব ভেরিফাই করার পর কোন আতিশয্যে ব্যাতিরেকে ঘোষণা দিলো তোমার সার্ভিস ক্যান্সেল করে দিবো, ওকে। ডু ইউ ওয়ান্ট এনিথিং মোর। মনে হইলো হায়রে কেন যে ওদের কোম্পানীর সব ম্যাগাজিন সাবসক্রিপশন নি নাই? এ্যাম্বার ভয়েস এর সাথে আরেকটু কথা বলা যেত।

শুকনো পাতার নুপুর পায়ে এসে
ঢিসুম ঢিসুম গুলি চালালো
ভীষণ অন্যায়, ভীষণ ।।