Feb 22, 2007

রেঁনোয়ার নারী'রা



শীত বিদায় বোধহয় নিচ্ছে শেষ পর্যন্ত। আজকের দিনটা বেশ ঊষ্ণ ছিল। সকালে রোদটা তাতানো হলেও, দিন যতই গড়িয়েছে মেদুল হাওয়া বাড়ছিলো। বাসায় যখন আসছিলাম, দেখি নীল আকাশ আর হুহু হাওয়া। এটা ঠিক বৃষ্টির আগমনী বার্তার মত ছিলো না। নরম এবং আদ্র হাওয়া।
ক্লাস টেনে পড়বার সময় আহসানউল্লাহ্‌ স্যারের কাছে পড়বার পর সদরঘাটে কর্ণফুলী'র পাড়ে যেতাম ঠিক সেই সময়টার কথা মনে হচ্ছিল। আরো বেশী করে সামঞ্জ্যস্য পাচ্ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে'র সময়গুলোর সাথে। অনেকদিন পর কলাম্বিয়াকে নিজের মনে হলো, খুব নিবিড় এবং
সান্নিধ্যঘন হাওয়ারা লুকোচুরি খেলছে সময় এবং স্মৃতি'র একটা ম্যাট্রিক্সে। আমার সবচেয়ে প্রিয় ঋতু এসে গেল বলে। এই বসন্ত ক্ষণস্থায়ী কিন্তু প্রচ্ছন্ন একটা প্রভাব কি রেখে যাবে আমার জীবনে।

ইচ্ছে করে এই হাওয়াদের নিয়ে নকশা বুনি
শব্দের পসরা দিয়ে নাই বা পারি
মৃদু মন্দ ইশারা, আর কপোতাক্ষ চাউনি
হাত বুলিয়ে দিই, রেঁনোয়া'র তুলিতে আঁকা বায়বীয় শরীরে

আমাদের মাগধী রমনী কখনো রেঁনোয়া দেখেছেন কিনা আমি জানি না। দেখলে কিভাবে বায়বীয় অবয়ব দিতেন খুব দেখতে ইচ্ছা হয়।

No comments: